৬৭ প্রবাসী বাংলাদেশি পাচ্ছেন সিআইপি সম্মাননা

Estimated read time 0 min read
Ad1

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০ সালের জন্য ৬৭ জন অনিবাসী বাংলাদেশিকে কমার্শিয়ালি ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত করেছে সরকার।

এদের মধ্যে ৫৭ জনকে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণ এবং অন্য ১০ জনকে বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক হিসেবে সিআইপি নির্বাচিত করা হয়েছে।

গতকাল (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সিআইপি নির্বাচিত ব্যক্তিরা হলেনঃ ওমান প্রবাসীদের মধ্যে ইয়াছিন চৌধুরী, রফিকুল আলম, উত্তম কুমার সাহা, তৌহিদুল আলম, কবির আহমেদ, তৌফিকুজ্জামান, নুরুল আমিন, মোরশেদা কবির, আজিমুল হক, জসিম উদ্দিন, সামসুল আজিম, উৎপল সাহা এবং আবু নছর।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের মধ্যে আছেনঃ ফখরুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, খোরশেদ আলম, বায়জুন নাহার চৌধুরী, ইজাজ হোসেন, শাহজাহান বাবলু, আবুল কালাম, মোহাম্মদ সফি, আনিস উদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ হায়দার, ইউনুছ মিয়া চৌধুরী, মাহবুব আলম, ওমর ফারুক, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ ফরিদ আহমেদ, মোহাম্মদ মাহতাবুর রহমান, অলিউর রহমান, মনির হোসেন, মোহাম্মদ এমাদুর রহমান, মোরশেদুল ইসলাম, রিপন দত্ত, জেসমিন আক্তার, মোহাম্মদ আবুল হাসেম ও  দেলোয়ার হোসেন।

এছাড়া যুক্তরাজ্য প্রবাসী ইকরাম ফরাজী, মোহাম্মেদ আবদুল রহিম, থাইল্যান্ড প্রবাসী কামরুজ্জামান, তাহমিনা আক্তার মিতু, মালয়েশিয়া প্রবাসী ছাইদূর রহমান, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম, গ্রিস প্রবাসী আল আমিন শেখ, কুয়েত প্রবাসী নাছির হোসেন, অঞ্জন কুমার দাস, সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন, কাতার প্রবাসী ওমর ফারুক, এনামুল হক চৌধুরী, ইতালি প্রবাসী জাহাঙ্গীর ফরাজী, লুৎফুর রহমান মুন্সী, মনির হোসেন, জাপান প্রবাসী কাজী সারওয়ার হাবীব, সুলতান মাহমুদ, ডা. আনোয়ার ফরাজী, শামসুল আলম ও রাশিয়া প্রবাসী আলমগীর জলিল সিআইপি নির্বাচিত হয়েছেন।

বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সিআইপি ঘোষিতরা হলেনঃ মালয়েশিয়া প্রবাসী আখতার হোসেন, অহিদুর রহমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোজাম্মেল হক, মোহাম্মদ সেলিম, কাতার প্রবাসী জালাল আহমেদ, থাইল্যান্ড প্রবাসী রিয়াজ করিম খাঁন, ইতালি প্রবাসী নজরুল ইসলাম, মালদ্বীপ প্রবাসী সোহেল রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফা আহমেদ ও কুয়েত প্রবাসী আবুল কাশেম।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours