বগুড়ায় কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় ফের জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন পদবঞ্চিতরা।
গতকাল (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভ মিছিল নিয়ে এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, অযোগ্য সভাপতি ও সম্পাদক দিয়ে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি করা হয়েছে। এক্ষেত্রে ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়নি। বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা বাকেরের অডিও কল রেকর্ড প্রমাণ করে অর্থের বিনিময়ে বাইরের মানুষকে পদ দেওয়া হয়েছে।
এর আগে বিজয় দিবসের দিন প্রায় ১ মাস ৯ দিন পর ছাত্রলীগের কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণে নেন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।
গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। এরপর থেকেই ছাত্রলীগের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় ছিল।
+ There are no comments
Add yours