কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পাহাড়ি খালে মাছ ধরতে যাওয়া আটজনকে অপহরণ করে জনপ্রতি ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রসীরা।
গতকাল (১৮ ডিসেম্বর) বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদের রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে।
অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে মোস্তফা জানায়। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।
+ There are no comments
Add yours