ট্যাক্স দিতে সিটি কর্পোরেশনে না যেতে মেয়র আতিকের অনুরোধ

Estimated read time 0 min read
Ad1

হোল্ডিং ট্যাক্স জমা দিতে সিটি কর্পোরেশন অফিসে না যেতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ (১৯ ডিসেম্বর) গুলশানে শহিদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, হোল্ডিং ট্যাক্স দিতে কেউ সিটি কর্পোরেশনে যাবেন না। কারণ সব জায়গার মতো সিটি কর্পোরেশনে ও কিছু অসৎ ব্যক্তি আছে, তারা তখন সাধারণ জনগণকে দেখিয়ে দেয় আকাশের যত তারা, সিটি কর্পোরেশনের তত ধারা। ট্যাক্স পরিশোধ করা অনেক কঠিন কাজ হিসেবে তারা মানুষকে দেখায়। এর ফলে তারা অবৈধ সুবিধা নেয়।

এ কারণে সেই ভোগান্তির মধ্যে না গিয়ে আপনারা অনলাইনে সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন। তাহলে কোনো ভোগান্তি হবে না এবং অসাধু যারা আছে তারাও কোনো ফায়দা নিতে পারবে না। অনলাইনেই সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। সেখান থেকেই আপনি সিটি কর্পোরেশনের ট্যাক্স প্রদান করতে পারবেন।

স্বাধীনতার অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের শ্রদ্ধা জানিয়ে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানসহ আরও অনেকে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours