৪ শ লিটার মদসহ বোয়ালখালীতে আটক ৪

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরীঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে মোঃ আনোয়ার (৩৬), হাবিবুর রহমান (২৬), নুরুল আকতার বালু (৪৫) ও মোঃ শফি কে আটক করেন থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ৪ শ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ নেছার আহমেদ অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন প্রঃ হোসেন (৩৬), পিতা-আহমদ নবী, সাং-মধ্যম করলডেঙ্গা, ০২ নং ওয়ার্ড, ১০ নং আহলা-করলডেঙ্গা ইউপি ও হাবিব রহমান (২৬), পিতা-খায়ের আহমদ, সাং-আহলা, সাদার পাড়া (মাস্টার বাড়ী), ০৭ নং ওয়ার্ড, ১০ নং আহলা-করলডেঙ্গা ইউপি,০৩ নং ওয়ার্ডস্থ জামাই পাড়া রাস্তার মাথা বদর শাহ মাজার গেইটে পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতার পূর্বক তাহাদের স্বীকারোক্তি ও দেখানোমতে তাহাদের হেফাজত হইতে ৪০০ (চারশত) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে।

অপরদিকে থানার এসআই মোঃ ওমর ফারুক অভিযান চালিয়ে ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) এর এজাহারনামীয় আসামী নুরুল আকতার প্রঃ বালু (৪৫), পিতা- মৃত ফয়জুর রহমান, সাং-পশ্চিম শরীফ পাড়া (আফসার মেম্বারের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০৮ নং শ্রীপুর-খরনদ্বীপ ইউপি, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে তাহার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয়।

এছাড়াও থানার এসআই সুমন কান্তি দে অভিযান চালিয়ে বোয়ালখালী থানার মামলা নং-০৬(০৫)০৫, ধারা-৩৯৫/৩৯৭ দঃ এর জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শফি, পিতা- আহাম্মদ মিয়া, সাং-পূর্ব সৈয়দনগর, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে তাহার নিজ বসত ঘর হইতে জিআর পরোয়ানা মূলে গ্রেফতার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours