পাঁচটি পৌরসভার নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
২৯ ডিসেম্বর এ পাঁচ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পাঁচ পৌরসভায় জুডিশিয়াল সার্ভিসের পাঁচজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (২০ ডিসেম্বর) ইসির আইন শাখার উপ-সচিব আব্দুছ সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী জেলার বাঘা পৌরসভা, দিনাজপুর জেলার বিরল, পঞ্চগড় জেলার বোদা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এবং নাটোর জেলার বনপাড়া পৌরসভায় আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভাগুলোয় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে।
ম্যাজিস্ট্রেট পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। ভোট সুষ্ঠু করতে প্রত্যেক পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours