বিশ্বে ‘বায়ুদূষণে শীর্ষে’ থাকা নগরীর তালিকায় দশম স্থানে ঢাকা

Estimated read time 0 min read
Ad1

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরগুলোর তালিকায় উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৩০৮ স্কোর নিয়ে আজ (২১ ডিসেম্বর) সকাল ৯টায় এই তালিকায় প্রবেশ করে ঢাকা।

একই সময়ে চীনের হুবেই প্রদেশের শহর উহানের একিউআই স্কোর ছিল ২৫২ এবং বায়ুদূষণে প্রায় সময়েই শীর্ষে থাকা নয়াদিল্লির স্কোর ছিল ২১৪।

এ তালিকায় শীর্ষে উঠে আসে নয়াদিল্লি। ভারতের রাজধানী শহরটির একিউআই স্কোর এ সময় ছিল ২৪৩। ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইরাকের রাজধানী বাগদাদ।

এসময় ১৮৯ স্কোর নিয়ে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি ছিল তৃতীয় স্থানে এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৮৯ স্কোর নিয়ে নিয়ে চতুর্থ স্থানে ছিল।

একিউ সূচক বলছে, দুপুর ১টার দিকে ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় দশম স্থানে ছিল ঢাকা।

একিউ সূচক অনুযায়ী, কোনো শহরের বাতাসের গুণাগুণ যদি ০ থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকে তাহলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০’র মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকলে ‘সহনীয়’, ২০১ থেকে ৩০০’র মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০’র মধ্যে থাকলে ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০’র মধ্যে থাকলে ‘গুরুতর’।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours