রোকসানা আক্তার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার গ্রামের মরহুম মো. আব্দুল মান্নানের বড় মেয়ে ও মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষিকা। প্রায় আড়াইশো কনটেন্ট তৈরি করে শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন তিনি।
তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক বাতায়নে যুক্ত একটা অনলাইন স্কুল আছে ‘Learn Biology’। এ পেজের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য করোনাকালীন প্রায় দুই শতাধিক ক্লাস নিয়েছেন।
শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd) কর্তৃপক্ষ ১৫ দিন পরপর ৪টি ক্যাটাগরিতে সেরাদের নাম প্রকাশ করে থাকে। যেখানে ২ জনকে সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা অনলাইন পারফর্মার, সেরা উদ্ভাবক এবং সেরা নেতৃত্ব হিসেবে ধরা হয়। শিক্ষক বাতায়নে ৫৫ লাখ ৪ হাজার ৪৬৬ জন শিক্ষক রেজিস্ট্রেশন করেছেন বা যুক্ত হয়েছেন।
প্রসঙ্গত, রোকসানা আক্তার দি ফ্লাওয়ার্স কে জি অ্যান্ড হাইস্কুলে ২০০৭ সালের জানুয়ারি মাসে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন রোকসানা আক্তার।
তিনি পড়ালেখা করেছেন পতনউষার উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মহিলা কলেজ এবং এম সি কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। বিএড করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে স্কলারশিপ পেয়ে নিউজিল্যান্ডে বিজ্ঞান শিক্ষক হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি।
+ There are no comments
Add yours