
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
আজ (২২ ডিসেম্বর) সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours