নানা অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েকটি ওয়ার্ড কমিটি থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন নেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তারা নিজেদের পদত্যাগের ঘোষণা দেন। তবে পদত্যাগ করার ২৪ ঘণ্টা না যেতেই আগের পোস্ট ডিলেট করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করে আবার পোস্ট দেন তারা।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ ছিল, মোহাম্মদপুর থানার ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ড এবং বনানী থানার ১৯নং ওয়ার্ড, শাহআলী থানার ৮ ও ৯৩নং ওয়ার্ড, আদাবর থানার ৩০ ও ১০০নং ওয়ার্ড কমিটি গঠনে আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এসব জায়গায় কমিটি গঠনে টাকার বিনিময়ে পদ বাণিজ্য, ভাই ম্যান এবং আঞ্চলিক সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে।
৩৩নং ওয়ার্ড বিএনপির কমিটির যারা পদত্যাগ করেছেন- সহসভাপতি শামসুর রহমান শাহীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক সালাউদ্দিন মৃধা, সদস্য মনির পালোয়ান, কোষাধ্যক্ষ মো. কফিল উদ্দিন কফিল, সহ কোষাধ্যক্ষ মোস্তফা কামাল ও সহ সম্পাদক লোকমান শিকদার, মোহাম্মদ জাহাঙ্গীর।
কোষাধ্যক্ষ মো. কফিল উদ্দিন কফিল তার পদত্যাগের পোস্ট ডিলেট করে নতুন পোস্ট দিয়ে লেখেন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ভাইয়ের আশ্বাসে আমার পদত্যাগের পোস্ট রিমুভ করে ফেললাম। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
+ There are no comments
Add yours