বোর্ডকে চ্যালেঞ্জ করে চট্টগ্রামে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় আগে ফেল করলেও পুনর্নিরীক্ষণে পাস করেছে ৪৫ শিক্ষার্থী।

আজ (২৪ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফলে ২৪ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়।

বোর্ডের আওতাধীন মোট ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী তাদের ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। এতে ৪৯৩ শিক্ষার্থীর ৪৯৮টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়। ফলাফলে মোট জিপিএ পরিবর্তন হয়েছে ১৮২ শিক্ষার্থীর। ফলাফলে নম্বর বাড়লেও জিপি বাড়েনি ২৫৫ জনের।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, শনিবার সকালে প্রকাশিত ফলাফলে আগে ফেল করলে পরে পাস করেছে ৪৫ শিক্ষার্থী। তবে ফেল করা ৬ শিক্ষার্থীর নম্বর বাড়লেও তারা পাস করতে পারেনি। এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২১ সালে পুনর্নিরীক্ষণে ২১২ এবং ২০২০ সালে ৬০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours