সুমন পল্লব
হাটহাজারী সীতা কালী মন্দীরে ২দিন ব্যাপি শ্যমা পূজা অনুষ্ঠিত হয়
১৩ই ই নভেম্বর শুক্র দুই দিন ব্যাপি করোনা কালীন সময়ে ও স্বাস্থ্য বিধি মেনে বাষির্ক শ্যামা পূজা হাটহাজারী বাজারস্থ কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় সভা, সংগীতানুষ্ঠান শুক্রবার প্রথম পর্বে হাটহাজারী সীতা কালী মায়ের মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি বিজয় কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মডেল থানার ওসি ( তদন্ত) রাজিব শর্ম্মা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. শিপক দেবনাথ, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সৈয়দ নূরুল আলম। ধর্মালোচক ছিলেন শ্রী মৎ স্বামী, সজল নন্দ,গিরি মহারাজ।
১৪নভেম্বর শনিবার ২য় দিন সন্ধ্যায় মহতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে হাটহাজারী সার্কেলের অতিঃপুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম।
এতে বিশেষ অথিতি ছিলেন জিয়া রহমান ডিগ্রী কলেজের অধ্যাপক নিলাদ্রী মহাজন,কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন,মেখল নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পৌর সহায়ক সদস্য রন্জিত নাথ,পুন্ডরিক বিদ্যানিধি
সভাপতি মাস্টার অশোক নাথসহ মুক্তিযুদ্ধা মাষ্টার সতীন্দ্র নারায়ণ রায়। কার্যকরি পরিষদের প্রবীন অর্থ সম্পাদক স্বপন চৌধুরী।
উক্ত মহতীসভায় স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী সীতা কালী কেন্দ্রীয় মায়ের মন্দিরের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক উদয় সেন।উপস্থিত ছিলেন সাংবাদিক শ্যামল নাথ, বাবলু দাস, সুমন পল্লব, সংঙ্গীত শিল্পী সুভাষ নাথ,রতন চৌধুরী ,সুমন নাথ সহ সীতা কালী মায়ের বার্ষিক দীপান্বিতা পুজার উপকমিটির সদস্য বৃন্দের সারবিক সহযোগিতায় পুজা সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।
+ There are no comments
Add yours