নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করেছি। জনগণের প্রয়োজনে আরও করবো। আমি আপনাদের সহযোগিতা চাই, মাঠে নেমে কাজ করতে চাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতির চর্চা বেশি চলছে। নারায়ণগঞ্জের চিহ্নিত খুনিরা বিএনপির নেতৃত্বে চলে এসেছে।
গতকাল (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার পূর্ব ইসদাইর যুব সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম না তখন আমার পরিবারের ওপর নানাভাবে নির্যাতন করা হয়েছে। আমার পৈতৃক বাড়ি বায়তুল আমানে প্রস্রাব করা হয়েছে, আমার ভাই সেলিম ওসমানের কারখানায় হামলা করা হয়েছে। কিন্তু আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিইনি। কোনো দলের ওপর আঘাত তো দূরের কথা একটি কথাও বলিনি।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি স্কুলের নাম পরিবর্তন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে প্রিপারেটরী স্কুলের সঙ্গে নারায়ণগঞ্জের হাজার হাজার শিক্ষার্থীর আবেগ জড়িয়ে আছে। এই স্কুলে আমার স্ত্রীও পড়েছে। স্কুলটির নাম এভাবে হঠাৎ পরিবর্তন করায় অনেকের অনুভূতিতে আঘাত লেগেছে। আমি চাই স্কুলের আগের নামটিই রাখা হোক। তবে আমি প্রস্তাব করতে চাই, যার হাত ধরে এই স্কুল পরিচিতি পেয়েছে তিনি হলেন ভাষাসৈনিক আয়েশা জালাল। নাম পরিবর্তন করা হলে আমার প্রস্তাব হলো আয়েশা জালালের নামে রাখা হোক।
+ There are no comments
Add yours