মুহাম্মদ উজ্জ্বল
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসনীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী আজ, ১৯৭৬ সালের এই দিনে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি,
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা আবদুল হামিদ খান ভাসানী তাঁর জীবনের সিংহভাগ সময়ই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। দিনটি উপলক্ষে
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃথক বানী দিয়েছেন।
মওলানা ভাসানী তাঁর কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। সারা জীবনই তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন।
তাঁর উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহন করেছেন, স্বাধীনতার পর তাঁর সর্বশেষ কীর্তি ছিল ‘ফারাক্কা লং মার্চ। মৃত্যু কালে তার বয়স হয় ৯৬ বছর, টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত আছেন এই মহান নেতা।
+ There are no comments
Add yours