২০২৩ সালের একাদশ শ্রেণির ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বর্তমানে ভর্তি প্রক্রিয়া চলছে।
আজ (২৬ ডিসেম্বর) প্রকাশিত সরকারি বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও টিটি কলেজের ২০২৩ সালের ছুটির তালিকা থেকে জানা যায়। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ৫ সেপ্টেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। শেষ ধাপ (তৃতীয়) পর্যন্ত মেধাক্রম প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো। ভর্তি কার্যক্রম শেষ হবে ২০ জানুয়ারি। একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম ধাপে প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু আবেদন করেছে।
+ There are no comments
Add yours