হাটহাজারীতে বাসের চাকায় পিষ্ট পথচারীর মৃত্যু 

Estimated read time 1 min read
Ad1

সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটজহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মুসা সওদাগর নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সারে সাতটার দিকে বেপরোয়া গতির একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নির্মমভাবে প্রাণ হারান টেরিবাজারের কাপড়ের ব্যবসায়ী, উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা মুসা সওদাগর।

সুত্রে জানা যায়,নাজিরহাট থেকে তৈরি পোশাক কারখানার কর্মীদের রিজার্ভ ভাড়া নিয়ে বাসটি (চট্টমেট্রো জ ১১-১৭২৮) চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে একজন পথচারী বাসের নিচে চাপা পড়েন। এ সময় বাসচালক হার্ড ব্রেক করায় বাসে থাকা দুইজন পোশাককর্মী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে হাইওয়ে পুলিশ ও হাটহাজারী থানার ওসি (তদন্ত) এসে পরিস্থিতি স্বাভাবিক করেন
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ব্যরিকেড দিলে
ঘটনাস্থলে জনতা দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটকে রাখলেও চালক ও সহযোগী পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

হাটহাজারী ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, বাসচাপায় একজন পথচারী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা জড়ো হওয়ায় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমারপুলিশ ফোর্স নিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours