সুমন পল্লব
হাটহাজারী, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মোঃরফিকুল ইসলাম এর বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার দুপুরে হাটহাজারী মডেল থানার আয়োজনে জেলা পরিষদ এর হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপ পরিদর্শক মোঃ হাবিব এর সঞ্চালনায় অতিঃ পুলিশ সুপার হাটহাজারী (সার্কেল) আবদুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহেমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,বিদায় অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম,নবাগত অফিসার ইনচার্জ মোঃরফিকুল ইসলাম,মডেল থানা অফিসার ইনচার্য (অপারেশন) তৈহিদুল আলম,অফিসার ইনচার্য (তদন্ত) রাজিব শর্মা, প্রেস ক্লাবের সভাপতি,কেশব কুমার বড়ুয়া, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মোঃরফিকুল ইসলাম ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।
+ There are no comments
Add yours