ভারত-বাংলাদেশের ভাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়েই ছুটে চলছেন পাপ্পু। তার ভ্রমণের মূলমন্ত্র ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল অভিযান।
পাপ্পু পেশায় স্কুলশিক্ষক। অবসরে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দেশের সীমানা পেরিয়ে ছুটে যান দেশের বাইরেও। এবারের অবকাশে সাইকেলে চেপে ছুটে এসেছেন বাংলাদেশে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগণা জেলার বারুইপুর থানার বেগমপুর এলাকার নিজ বাসা থেকে গত ২০ ডিসেম্বর ভোর ৪টায় সাইকেল ভ্রমণে বের হন পাপ্পু। ওই দিনই বেনাপোল বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকেন তিনি। তারপর বিভিন্ন জেলা ঘুরে ২৬ ডিসেম্বর ময়মনসিংহে আসেন পাপ্পু।
এদিন বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছা ও টি-শার্ট উপহারের মাধ্যমে স্বাগত জানায় ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট নামে একটি সংগঠনের সদস্যরা।
যেখানেই যাচ্ছি সবাই আপনজনের মতো কাছে টেনে নিচ্ছেন। বাংলাদেশের প্রচুর মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। সাইক্লিং গ্রুপ থেকেও অনেক ভালোবাসা ও উৎসাহ পেয়েছি। সেই সহযোগিতা ও উৎসাহ নিয়েই আমি সাইকেল ভ্রমণটা করে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ ভ্রমণের শুরু থেকেই আমি চেষ্টা করেছি এদেশের মানুষের পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরতে। এই সফরে এসে বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পারছি, সাইক্লিং গ্রুপের বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। দুটি দেশকে জানা এবং জানানোর জন্যই এই সাইকেল ভ্রমণ। আমি একদিকে ভারতবাসীকে বাংলাদেশ সম্পর্কে জানাচ্ছি তেমনি বাংলাদেশি মানুষদেরকেও ভারত সম্পর্কে জানাতে এসেছি। দুটি দেশ যদি বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখে তাহলে অন্য কোনো দেশ আমাদের ওপর চোখ তুলে তাকাতে পারবে না।
+ There are no comments
Add yours