সমাবর্তনে অংশ নেওয়ার অর্থ দিয়ে বাবার ঢাকা দেখার স্বপ্নপূরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গণিকে তার বাবাভক্তির জন্য নিজের বাসায় ডেকে দেখা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে সাক্ষাৎ করেন ওই শিক্ষার্থী।
পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ওসমান গণি তার সঞ্চয় দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন না করে সে অর্থ দিয়ে তার বাবা বুলু আকন্দকে প্রথমবারের মতো ঢাকা শহর, পদ্মাসেতু ঘুরে দেখান। পরে সহপাঠীদের কাছ থেকে গাউন ধার করে বাবার সঙ্গে ছবি তুলে গত ১৯ নভেম্বর ফেসবুকে তিনি লেখেন- ‘আমাকে গড়ার মূল কারিগর—বাবা, আজ আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’
পত্রিকায় বাবার প্রতি ভালোবাসার এ সংবাদ দেখে তথ্যমন্ত্রী তার মিন্টো রোডের বাসভবনে ওসমান গণিকে আমন্ত্রণ জানান।
ওসমান গনির সঙ্গে নিজ বাসভবনে বসে প্রায় আধঘণ্টা কথা বলেন হাছান মাহমুদ। এ সময় তিনি ওসমানের পরিবারের খোঁজখবর নেন। তিনি বলেন, ‘ছাত্রজীবনে আমিও অনেক কষ্ট করেছি। বিদেশে যখন মাস্টার্স করতে গিয়েছিলাম, তখন রেস্তোরাঁয় বেয়ারার কাজ করেছি, থালাবাসন ধুয়েছি। জীবনে বড় হতে হলে কষ্ট করতে হয়।’
ওসমান গনির হাতে আর্থিক অনুদান তুলে দেন হাছান মাহমুদ। এ ছাড়া ওসমান ও তাঁর বাবার জন্য কিছু শুভেচ্ছা উপহারও দিয়েছেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘যে সাংবাদিকেরা বাংলাদেশের নানা প্রান্ত থেকে এ ধরনের খবর তুলে আনেন, তাঁদেরও ধন্যবাদ প্রাপ্য।’
ওসমান গনি বলেন, ‘প্রথম আলোতে খবর প্রকাশিত হওয়ার পর দারুণ সাড়া পেয়েছি। আমি সব সময় সবার সঙ্গে হেসে কথা বলতে চেষ্টা করি। কষ্টটা বুঝতে দিই না। তাই আমার পারিবারিক অবস্থা কেমন, সেটা আমার রুমমেটও কখনো জানতে পারেনি। প্রথম আলোর খবর পড়ে সবাই জেনেছে। অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করেছি। এখন বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছি।’
ওসমান গনির চাকরির ব্যাপারেও সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী।
+ There are no comments
Add yours