লিটন এই মুহূর্তে টেস্ট ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। দ্বিতীয়বারের মতো আবারো টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন টাইগারদের তারকা এই ব্যাটার। এর আগেও চলতি বছরের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন।
টাইগারদের হয়ে লিটন দাস ব্যাট হাতে বছর জুড়ে করেছেন সর্বোচ্চ রানের রেকর্ড ১৯২১। সবশেষ ভারতের বিপক্ষে এই ব্যাটারের কাছ থেকে ওয়ানডে সিরিজে পাওয়া যায়নি ঠিক লিটনসুলভ পারফর্মম্যান্স। তবে সিরিজের শেষ টেস্টে ভারতের বিপক্ষে অর্ধ-শতক করে টেস্ট র্যাঙ্কিংয়ে পেছনে ফেললেন বিরাট কোহলিকে।
১৪ নম্বর থেকে ১২ নম্বরে উঠে আসতে লিটন পেছনে ফেলেছেন বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারকে। বর্তমানে কোহলির অবস্থান দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে। ভারতের বিপক্ষে দারুণ এক অর্ধ-শতক করা মুমিনুল হক ৫ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।
+ There are no comments
Add yours