সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও কারাবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি।
যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়, যা মগবাজার মোড়ে গিয়ে শেষ করার কথা ছিল। মিছিলের সমাপনী ঘোষণা দেওয়ার কথা ছিল দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।
কিন্তু মিছিলের প্রথম অংশ মগবাজার পৌঁছালে তড়িঘড়ি করে সমাপ্তি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তার ঘোষণা দেওয়ার প্রায় ১ ঘণ্টা পর মিছিলের শেষ অংশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অতিক্রম করে।
বেলা ৫টার দিকে শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ঢাকা পোস্টকে বলেন, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা গণমিছিলের শেষ অংশে ছিলেন। মিছিলের প্রথম অংশে মহিলা দলের নেত্রীরা যখন মগবাজার মোড় ঘুরে আবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন, তখন মিছিলের শেষ মাথা অর্থাৎ শ্রমিক দলের দক্ষিণের নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয় অতিক্রম করেন।
এদিকে মিছিল শেষ হওয়ার আগেই আমানউল্লাহ আমানের সমাপ্তি ঘোষণা দেওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নয়াপল্টন সড়কে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী জড়ো হওয়ার পর জুমার নামাজের আগে থেকেই ভিআইপি সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ২টার পর থেকে উভয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিকেল সাড়ে ৫টার পর থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
+ There are no comments
Add yours