“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ “এই স্লোগান কে সামনে রেখে জামালপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২২/২৩খ্রিঃ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার জামালপুর সদর উপজেলা মনিটরিং কমিটি এবং সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে এ ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ্, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনিটরিং কমিটির সভাপতি লিটুস লরেন্স চিরান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উওম কুমার দাস, মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, অভ্যন্তরীণ আমন চাল ৩ হাজার ৮১ মেঃ টন ও ধান ১ হাজার ৬৪১ মেঃ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মূল্য নির্ধারণ করা হয়েছে চাল প্রতি কেজি ৪২ টাকা এবং ধান প্রতি কেজি ২৮ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৩ইং সাল পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যায়।
+ There are no comments
Add yours