
রানা মোল্লা,রামগড়(খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার রামগড়ে ইট বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে গাড়ীর চালক নিহত হয়।
আজ (১৮/১১/২০২০) বুধবার সকাল ৯ টার দিকে রামগড় ইউনিয়নের দাঁতারাম পাড়ার ব্রীক ফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে উল্টে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই চালক নুরুল ইসলাম (৩২) নিহত হয়।
নিহত চালক নুরুল ইসলাম রামগড় পৌরসভা এলাকার চৌধুরী পাড়ার মজল হকের পুত্র। নিহত চালক নুরুল ইসলাম একই এলাকার আব্দুস সাত্তার এর মিনি ট্রাক নিয়ে দাঁতারাম পাড়ার ব্রিকফিল্ড হতে ইট বোঝাই করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
+ There are no comments
Add yours