সার্স-কোভ-২ করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে এটি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে এটি ছড়িয়ে পড়ে।
তবে প্রাণঘাতী এ ভাইরাস মানব দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ মস্তিষ্কেও পৌঁছে যায় এবং এটি দীর্ঘদিন সেখানে থাকতে পারে বলে সংবাদ প্রচার করছে বিভিন্ন গণমাধ্যম।
এতে বলা হয়, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ)। সংস্থাটির গবেষকরা ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১১ জন ব্যক্তির মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন স্নায়ুতে করোনার উপস্থিতি নিয়ে অধিকতর গবেষণা চালান। ওই ১১ জনের কেউই করোনার ভ্যাকসিন নেননি। গবেষণাটি প্রকাশ করা হয়েছে জার্নাল ন্যাচারে। এতে দেখা যায়, সার্স-কোভ-২ করোনা ভাইরাস প্রাথমিকভাবে বাতাস চলাচলের স্থান এবং ফুসফুসের টিস্যুর ক্ষতি করে।’
চিনে ফের মাথা তুলে দাঁড়িয়েছে কোভিড সংক্রমণ। নতুন উপরূপের কারণে হু হু করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে চিন-সহ বেশ কয়েকটি দেশে। এর আগে নানা দেশের অতিমারি গবেষকরা জানিয়েছিলেন, ধীরে ধীরে শক্তি হারাবে করোনাভাইরাস। কিন্তু গত বছরের শেষ দিকে চিন জুড়ে নতুন করে কোভিড বিপর্যয় উদ্বেগ বাড়াচ্ছে।
তবে করোনার নয়া উপরূপের মস্তিষ্কে আক্রমণের তথ্য সঠিক নয়, মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সমাজমাধ্যমে কোনও খবর দেখে তা নিয়ে বিভ্রান্তি ছড়াতেও বারণ করা হয়েছে।
+ There are no comments
Add yours