নারায়ণগঞ্জে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Estimated read time 1 min read
Ad1

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ রেলওয়ে।

আজ (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। এদিন নারায়ণগঞ্জের রেলগেইট এলাকার প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি।

দুপুরে নগীর চাষাঢ়ার বালুরমাঠ পর্যন্ত প্রায় ৭শ মিটার অবৈধভাবে দখল হওয়া জায়গা দখলমুক্ত করা হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর অনেকেই তাদের অস্থায়ী দোকানপাট সরিয়ে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours