কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘লেটারস অব শেখ মুজিবুর রহমান’ শীর্ষক ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনসে গ্রন্থ ২টির মোড়ক উন্মোচন করেন।
আজ (৪ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয় সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে। পরিবেশনের দায়িত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
+ There are no comments
Add yours