বিপিএল মানেই চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও বিতর্কের গল্প। আরও একটি আসর সামনে রেখে পুরোনো সেই গল্প হাজির।
নানা সীমাবদ্ধতার মাঝেও ইতিবাচক দিক হল এবার দর্শকদের নিয়ে বিশেষ কিছু করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। থাকছে বিনোদনের আরও কিছু মাধ্যম। ৬ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়ে যাত্রা করবে এবারের আসর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
৩১ ডিসেম্বর নিজেদের মধ্যে বৈঠকও করেছে কাউন্সের সদস্যরা। পরে সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপে জানিয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান থাকছে না এবারও। যদিও ফাইনালের আগে বিশেষ কনসার্ট আয়োজনের কথা ভাবছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
দুই খেলার মাঝে গান, বাজনায় বাড়তি নজরের পাশাপাশি সাউন্ড সিস্টেমও ভিন্নতা দেখা যাবে এবারের বিপিএলে। দুইটা করে খেলা হয়তো আমাদের…দুইটা খেলার মাঠে কনসার্ট থাকবে। আমরা সাউন্ড সিস্টেম এবার বেশি আপডেট করেছি। সাধারণ যে ধরনের সাউন্ড সিস্টেম থাকে তার চেয়ে ডাবল থাকবে। ফায়ার ওয়ার্ক থাকবে।’
+ There are no comments
Add yours