বিপিএলে দায়িত্ব পালন করবেন যেসব বিদেশী আম্পায়ার

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার তথা ৬ জানুয়ারি থেকে। আসরকে সামনে রেখে এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

বিপিএল নবম আসরে প্রথম থেকেই থাকছেন বিদেশি আম্পায়ার। ইংল্যান্ডের ডেভিড মিলনস ও শ্রীলঙ্কার রবীন্দ্র ভিমালাশ্রী উদ্বোধনী দিন থেকেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক এ দুই আম্পায়ার ঢাকায় আসছেন আজ।

দেশি-বিদেশি মিলিয়ে বিপিএল আম্পায়ার্স প্যানেলে রাখা হচ্ছে ৮ থেকে ১২ জনকে। বিসিবির চার আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে দক্ষিণ আফ্রিকা গেছেন। বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিপিএলের আম্পায়ারিং করবেন তিনি।

বিসিবির অন্য তিন আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভির হায়দারকে প্রথম থেকেই পাওয়া যাবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours