যুক্তরাষ্ট্রের বোস্টনে পুলিশের গুলিতে সৈয়দ ফয়সল প্রিন্স (২০) নামে ফটিকছড়ির এক তরুণ নিহত হয়েছেন। নিহত প্রিন্স পরিবারের সাথে সেখানে বসবাস করতেন।
তিনি ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নের মরহুম সৈয়দ আবুল বশর মাস্টারের নাতি ও মজিবুর রহমান নান্নুর পুত্র।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের ক্যামব্রিজে পুলিশের অহেতুক গুলিতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
জানা যায়, ২০ বছর বয়সী এই শিক্ষার্থীর হাতে ছুরি দেখে কোন বাড়ী থেকে পুলিশকে ফোন করা হয়।পরে পুলিশ এসে তাকে তাড়া করে এবং এক পর্যায়ে তাকে গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়েছে।
ছুরি হাতে কোন ব্যক্তিকে ধরতে পুলিশের গুলি করতে হবে কেন সেটা মাথায় ঢুকছেনা, যত সংবাদ প্রতিবেদন দেখলাম কোনটাতেই কোন যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না।
এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।ছুরি হাতে দেখেই পুলিশের গুলি করা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানকার বাঙালি কমিউনিটিতে।এরমধ্যে যে পুলিশ গুলি করেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।ঘটনাস্থল ক্যামব্রিজের মেয়র সুনবুল সিদ্দিকী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
+ There are no comments
Add yours