
রানা মোল্লা,রামগড়(খাগড়াছড়ি):
‘প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে করোনা সংকটে সীমিত কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ উদ্বোধন করা হয়েছে।
এ সময় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন শেষে বেলুন উঠিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রামগড় ফায়ার সার্ভিস প্রাঙ্গণে স্টেশন ইনচার্জ ডলার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র ৩ কাউন্সিলর কনিকা বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী সহ প্রমুখ।
+ There are no comments
Add yours