
সুমন পল্লব
হাটহাজারী, চট্টগ্রাম
সারাদেশে করোনা ভাইরাস প্রভাব বিস্তার করায়, তা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহার না করায় চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) উপজেলা’র সদরের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে অভিযান পরিচালনা করে ১৩ জন ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় জনসচেতনতা সৃষ্টির জন্য মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, সকাল থেকে অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ ব্যক্তিকে ৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আর জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়। এই অভিযান চলমান থাকবে।
+ There are no comments
Add yours