বিয়ের দাবিতে ছেলের বাড়িতে যুবতীর অনশন

Estimated read time 0 min read
Ad1

দিনাজপুর বিরামপুরে বিয়ের দাবিতে যুবতী ছেলের বাড়িতে অনশন ধর্মঘট। আজ (৭ই জানুয়ারি) দিনাজপুর বিরামপুরে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন ধর্মঘট অব্যাহত আছে বলে জানা যায়।

এ বিষয়ে সরোজমিনে জানা যায় যে,উপজেলার পলি প্রায়োগপুর ইউনিয়নের চক হরিদাসপুর গ্রামের মোহাম্মদ তোজাম্মেল হকের ছেলে শাওন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুকা গ্রামের বাবলু ইসলামের মেয়ে মুসলিমা আক্তার ববির সহিত দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। একে অপরের সহিত দীর্ঘদিন সম্পর্কের ফলে মেয়ে বিয়ের দাবি করলে ছেলে তালবাহানা শুরু করেন।

একপর্যায়ে ছেলের তালবাহানার বিষয় জানতে পেরে মেয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়ি চকহরিদাসপুর গ্রামে গত ৬ জানুয়ারি ২০২৩ অনুমান সন্ধ্যা ছয় ঘটিকার সময় ছেলের বাড়িতে অনশন করেন। এমন সময় ছেলের বাড়ির লোকজন মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে,মেয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে অবস্থান গ্রহণ করেন।

এমন অবস্থায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছেলের সহিত মেয়েকে বিবাহ দেওয়ার অনেক চেষ্টা চালায় যাহা গতকাল সন্ধ্যা থেকে আজ বৈকাল চারটা পর্যন্ত অব্যাহত থাকে। কিন্তু কোন প্রকারের সুরাহা বা সমাধান হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে বিয়ের দাবিতে অনশন কারী যুবতী মুসলিমার নিকট জানতে চাইলে তিনি জানান শাওনের সহিত তার দীর্ঘদিনের সম্পর্ক বিয়ের প্রফুল্ল হলে তাকে জড়িয়ে ফেলেন বিয়ের প্রস্তাব দেওয়ায় ছেলে তা অস্বীকার করলে নিয়মিতভাবেই তালবাহানা করিতেছিল এবং তা অবস্থায় নিরুপায় হয়ে সে গতকাল সন্ধ্যায় ছেলের বাড়িতে অনশন ধর্মঘট করতে বাধ্য হয়।

এ বিষয়ে ছেলের সহিত কথা বলার অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ছেলের পিতার সহিত কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট জানতে চাইলে তিনি জানান বিষয়টি গতকাল সন্ধ্যা থেকেই আমার কানে এসেছে সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানান। এমন ঘটনায় এলাকায় উৎসব জনতার বিয়ের লক্ষ্য করা গেছে। উক্ত ঘটনায় এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে পুরুষ মহিলা অনশনকারী মেয়েটিকে দেখার জন্য এগিয়ে আসেন।

মোঃ সোহেল, খবর বাংলা ২৪ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours