নানা দৃষ্টান্তমূলক মানবিক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক, সেচ্ছাসেবী, সামাজিক, মানবিক ও শিক্ষামূলক সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ (আসঝি)।
আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) সংগঠনের বিগত ৩০ মাসের কার্যক্রমঃ
১। বেদেপল্লীতে ৩০ টি পরিবারের মাঝে বই,খাতা,কলম,চকোলেট বিতরণ করা হয় এবং তাদের মধ্য হতে ১ জন শিক্ষক নিয়োগ করে দেয়া হয়।
২। নলকুড়া ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত অসহায় দরিদ্র ভ্যান চালক বাবার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়।
৩। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ বিজয়ীদের উৎসাহিত করার জন্য মোবাইল রিচার্জ দেয়া হয়।
৪। ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন কলেজ সংলগ্ন ক্যান্সার আক্রান্ত একজন অসহায় মায়ের চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ হতে ৯,০০০ টাকা প্রদান করা হয়।
৫। ঝিনাইগাতীর অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে সংগঠনের পক্ষ হতে নিম্মবর্ণিত এলাকায়,বিলাসপুর,নলকুড়া,
নয়াগাঁও,রাংটিয়া,ডেফলাই গ্রামে অর্ধশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়।
৬। মাদ্রাসার ০৫ জন এতিম বাচ্চাদের ভর্তি পরীক্ষার জন্য ফি-প্রদান করা হয়।
৭। কোভিড-১৯ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে ঝিনাইগাতী বাজারের রিকশা চালক ও হাসপাতালে রোগী এবং রোগীর সহিত থাকা ৩০ জন ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৮। সর্বদায় ফেসবুক গ্রুপে জনসচেতনতা মূলক পোস্টের মাধ্যমে বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়াও ঝিনাইগাতীর অবহেলিত এলাকাগুলি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে জনপ্রতিনিধিদের নজরে আনেন সংগঠনটি।
৯। ২৬ মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা(ফিচার) প্রকাশ করা হয় ০৬ জন প্রতিযোগির মাধ্যমে। পরবর্তীতে তাদের মাঝে শান্তনা পুরুষ্কার দেয়া হয়।
১০। ১৫/০৫/২০২১ ইং তারিখে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
১১। বৃক্ষরোপন অভিযান-২০২১ এ ৭ টা ইউনিয়নে ১,০০০ টি গাছ রোপন করা হয় মসজিদ,মাদ্রাসা,স্কুল,কলেজ ও হত দরিদ্রদের আবাসস্থলে। এছাড়া কিছু সংখ্যক গাছ বিতরণও করা হয় অসহায়দের মাঝে।
১২। ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহৎ পরিসরে মেধা অন্বেষণের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থানকারীদের মাঝে মোবাইল,রেকসেক,বই পুরষ্কার তুলে দেয়া হয়।
১৩। রক্তদানে সহায়তা করা এবং স্বেচ্ছায় রক্তদান করে সংগঠনের সদস্যরা।
১৪। সমাজ সেবামূলক যে কোন কাজে অংশগ্রহণ করে সংগঠনটি।
১৫। ঝিনাইগাতী উপজেলার গ্রামীন বাংলার জীবন যাত্রা ও জনপদের বিভিন্ন দৃশ্যপট তুলে ধরার জন্য ফটো কনটেস্ট এর মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
১৬। আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) সংগঠনের পক্ষ হতে গত ১৯/১১/২০২১ তারিখে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে (সারিকালিনগর বাসা) ক্যান্সার আক্রান্ত ইউনুসের হাতে ৫০০০ টাকা ও ফলমূল তুলে দেয়া হয়।
১৭। আনুষ্ঠানিকতা ব্যতিরেকে
গত ১৩ জানুযারি ঝিনাইগাতী উপজেলায় খোঁজে খোঁজে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩৫ টা কম্বল বিতরণ করা হয়।
১৮৷ ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর দিনমজুর মমিজল হকের কিডনীতে পাথর। ০৩/০৩/২২ তারিখে তার চিকিৎসার জন্য ২,৫০০ টাকা তুলে দেয়া হয়।
১৯। আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি)সংগঠন এর পক্ষ হতে নলকুড়া,ধানশাইল,ঝিনাইগাতী,গৌরীপুর ও কাংশা ইউনিয়নে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ১ম রমজান-২০২২ এর ইফতার বিতরণ করা হয়।
২০। সংগঠনের পক্ষ হতে ১৩৫ তম ব্লাড প্রদান করা হয় এবং ব্লাড যোগানে খুবই সক্রিয় আসঝি পরিবার।
২১। ২০২১ ও ২০২২ সালে অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২২। কোভিড-১৯ পরিস্থিতিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
২৩। ২০২২ এর ০৭ টা ইউনিয়ন হতে ০৭ জন কীর্তিমান বাবাকে সন্মাননা প্রদান করা হবে।যার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৩ এর ফেব্রুয়ারিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সন্মাননা প্রদান করা হবে।
২৪। বিশ্ব দরবারে ঝিনাইগাতী উপজেলাকে উপস্থাপন,সামাজিক কর্মকান্ড,ক্ষুধা- দারিদ্র্যমুক্ত,শিক্ষাক্ষেত্র এবং সর্বদায় মানবতার কল্যাণে কাজ করছে সংগঠনটি।
২৫। সংগঠনের পক্ষ হতে ঈদুল আযহার পরদিন ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে ও উম্মুল ক্বোরা মহিলা মাদরাসায় বিনামূল্যে রক্তের গ্রুপঃ নির্ণয় করা হয়।
২৬। গত ২৪ আগষ্ট কর্ণঝোড়ার অসহায় মায়ের অসুস্থ সন্তান সহিজলকে চিকিৎসার জন্য ২০০০/- প্রদান করা হয়।
২৭। গত ২৪ আগষ্ট ২০২২ ভারুয়ার অসুস্থ ব্যক্তি আনোয়ার হোসেনকে চিকিৎসার জন্য ২০০০/- প্রদান করা হয়।
২৮। গত ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাগেরভিটা তরুন প্রজন্মের হাতে সংগঠন এর পক্ষ হতে একটি ফুটবল প্রদান করা হয়।
২৯। রক্তদানে সংগঠনের প্রতিটি সদস্য সক্রিয়।তারই পরিপ্রেক্ষিতে শুধু ঝিনাইগাতী,শেরপুর জেলা নয়,ময়মনসিংহ ও ঢাকাতেও একনিষ্ঠ ভাবে কাজ করছে সংগঠনটি।
৩০। ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই দৃষ্টি প্রতিবন্ধী আজহার আলীকে সংগঠনের পক্ষ হতে ২০০০/- প্রদান করা হয় এবং ডাক্তার দেখানোর জন্য ব্যবস্থা করা হয়।
৩১। সংগঠনের পক্ষ হতে ২০২২ সালে অসহায় দরিদ্র ৫ জনকে বাচ্চাকে মাদরাসায় ভর্তি ও বই কিনে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি বলেন, ‘২০২৩ সালে আরো অনেকগুলো মানবিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে সকলকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই প্রিয় সংগঠন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। মেধাবী তরুন-তরুনী দ্বারা সংগঠন ও অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রপটা পরিচালিত হচ্ছে যা অনলাইন ও অফলাইনে সমান তালে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই গ্রুপের সকল এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সংগঠন।’
+ There are no comments
Add yours