জামালপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ জানুয়ারি) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শহরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ যুব গেমসের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার,জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ যুব গেমসের জামালপুর ইভেন্টে ৬ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে হ্যান্ডবল, কাবাডি, এ্যাথলেটিক্স, কারাতে, দাবা ও বক্সিং। এ প্রতিযোগিতায় জেলার প্রত্যেকটি উপজেলা থেকে প্রতিযোগীরা অংশ নেবে।
+ There are no comments
Add yours