ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী লঞ্চ এমভি অথৈ-১ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চরে আটকে রয়েছে।
কুয়াশার কারণে ভোর রাতে চরে আটকে যাওয়ার পরে এখনও নামানো সম্ভব হয়নি। লঞ্চটি নামাতে জোয়ারের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
আজ (৮ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ভাটায় চরে লঞ্চটি আটকে রয়েছে। রাতে জোয়ার এলে লঞ্চটি নেমে যাবে বলে আশা করছি। তবে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। লঞ্চটি আটকে যাওয়ার পরে ট্রলারযোগে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার সুগন্ধা নদীর চরে শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে যাত্রী নিয়ে কুয়াশায় আটকা পড়ে বরগুনাগামী লঞ্চ এমভি অথৈ-১।
লঞ্চের এই কর্মকর্তা বলেন, আমরা যাত্রীদের দায়িত্ব নিয়ে তীরে পৌঁছে দিয়েছি। এমনকি ভাড়াও অর্ধেক রেখেছি যেন তারা সড়ক পথে বাড়িতে পৌঁছতে পারে।
+ There are no comments
Add yours