নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে দেশের মানুষ কষ্টে আছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। বিদ্যুতের দাম বাড়ানো হলে প্রতিটি পণ্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে।
আজ বিকেলে বরিশালের চরমোনাইতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
মানুষের দুঃখ কষ্ট লাঘবে রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত রাজনীতিতে এক দল আরেক দলের কাছে নিরাপদ নয়, কিন্তু ইসলামে সকলেই নিরাপদ। এজন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। হিংসা ও প্রতিহিংসার রাজনীতির কবল থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। কল্যাণধর্মী রাজনীতির চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫১ বছরেও মানুষের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। যা আমাদের জন্য লজ্জাজনক।
এ সময় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
+ There are no comments
Add yours