বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর, নিরস্ত্র) পদ মর্যাদার ১০ কর্মকর্তা।
গতকাল (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম ফারুক হোসেন, সিলেটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নিজাম উদ্দিন চৌধুরী, এসবির পরিদর্শক (নিরস্ত্র) কাজী ওয়াজেদ আলী, মোহাম্মদ জহির উদ্দিন, এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) মো. আনোয়ারুল আজম, নৌ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মুন্সী মো. আছাদুল্লাহ, নীলফামারীর পরিদর্শক (নিরস্ত্র) মো. মমিনুল ইসলাম, ডিএমপি’র পরিদর্শক (নিরস্ত্র) মো. শহীদুল হক। পৃথক আদেশে ডিএমপি’র পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আখতার হোছাইন ও মো. আকতার হোসেন মিয়া। তাদের সবাইকে এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়।
+ There are no comments
Add yours