বগুড়ায় স্কুলছাত্র তাহসিন হত্যার প্রধান আসমি আমিনুর ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১১ জানুয়ারি) রাত ৯টায় শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুর বগুড়া শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার জলিলের ছেলে।
নিহত তাহসিন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় এক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-শহর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা।
পুলিশের এ কর্মকর্তা জানান, তাহসিন হত্যার পর থেকেই শহর জুড়ে অভিযান চালানো হয়। রাতে শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের মোবাইল রিচার্জ করতে আসেন আমিনুর। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে পশ্চিম গোদারপাড়া এলাকায় আমিনুর ও তার স্ত্রী শোভাসহ কয়েকজন স্কুলছাত্র তাহসিনকে পিটিয়ে আহত করেন।
পরে তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস ছেলেকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টার দিকে তাহসিন মারা যায়।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, স্কুল ছাত্র হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
+ There are no comments
Add yours