বাড়ি থেকে স্কুলের জন্য বের হয়ে নিখোঁজ হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক কিশোরী (১৬)।
রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সেদিনই থানায় অভিযোগ দেয় কিশোরীর পরিবার।
নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানায়, নিখোঁজ স্কুলছাত্রীর পরিবার থানায় অভিযোগের একটি কপি র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে জমা দেয়।
র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। জানা যায়, স্কুলছাত্রীকে নিয়ে অজ্ঞাত স্থানে যাচ্ছিল আব্দুল আলিম। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
+ There are no comments
Add yours