বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে ইজতেমায়। এজন্য শনিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা এবং আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইল রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে এ রোডের ঢাকাগামী যাত্রীরা নবীনগর হয়ে গাবতলী এবং গাজীপুর ভোগরা থেকে মিরের বাজার হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করবে। তবে একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চান তারা ট্রেন ব্যবহার করতে পারবেন।
আগামীকাল বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মোনাজাত কে করবেন সেটা মুরব্বিদের সঙ্গে কথা বলে জানিয়ে দেওয়া হবে।
+ There are no comments
Add yours