সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
এই সময় ইউএনও মোহাম্মদ রুহুল আমীন বলেন,
অতিরিক্ত ফি না নেয়ার ব্যাপারে সরকারের প্রজ্ঞাপন রয়েছে। এটাকে অবশ্যই অনুসরণ করতে হবে। কেউই এর বাইরে অতিরিক্ত ফি নিতে পারবেন না। কোনাে শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনাে কারণে ব্যাহত না হয় সে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে যত্নশীল হতে হবে। কোন অভিভাবক যদি চরম আর্থিক সংকটে পতিত হন, তাহলে তার সন্তানের টিউশন ফির বিষয় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। এছাড়া আমাদেরকে যেমন অভিভাবকদের অসুবিধার কথা ভাবতে হবে।
এম,পি,ও ও নন এম,পি,ও সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে কেবল টিউশন ফি গ্রহণ করতে পারবে। অন্য কোনাে ফি গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করে তাহলে তা ফেরত দিতে হবে বা টিউশন ফি’র সাথে সমন্বয় করতে হবে।
+ There are no comments
Add yours