রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকল প্রার্থী ও সমর্থকের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখতে আজ থেকেই মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ (১৬ জানুয়ারি) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমে তিনি এসব কথা বলেন।
রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রার্থী ও তাদের প্রস্তাব সমর্থনকারীদের উদ্দেশ্যে আরও বলেন, আশা করি আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। কোনো প্রার্থী অন্য প্রার্থীকে নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া থেকে বিরত থাকবেন। কোথাও থেকে কোনো অভিযোগ যেন না পায়।
সব প্রার্থীরা মিলেমিশে প্রচার-প্রচারণা করবেন। আপনাদের সকলের অংশগ্রহণই মূল কথা। আপনাদের জন্যই এমন সুন্দর আয়োজন করা হয়েছে। আপনাদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি।
+ There are no comments
Add yours