ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আজ (১৭ জানুয়ারী) দুপুর ১টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা এলাকায় বিদ্যুৎ আইন, ২০১০ অনুযায়ী ভ্র্যমমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃসাব্বির রহমান সানি।

অভিযান চলাকালিন সময় দেখা যায়, পল্লী বিদ্যুৎ অফিসে ভুল তথ্য দিয়ে “আবাসিক” ক্যাটাগরির সংযোগ গ্রহণ করে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছিল কয়েকটি প্রতিষ্ঠান।

অভিযানে ১। মোঃআনোয়ার হোসেন, পিতা- মোঃ ইসলাম, সাং- উত্তর ধুরং, ৯নং ওয়ার্ড ফটিকছড়ি পৌরসভা ২। মোঃমহসিন, পিতা- মৃত হাজী আমিনুল হক, সাং- ৮ নং ওয়ার্ড, ফটিকছড়ি পৌরসভা ৩। মোঃ ইলিয়াছ, পিতা- হাজী ফজল আহাম্মদ, সাং- ০৮ নং ওয়ার্ড, ফটিকছড়ি পৌরসভা এবং নাজিরহাট পৌরসভার ৪। মোঃ মুন্সি, পিতা- মৃত সোলতান আহাম্মদ, সাং- পূর্ব ফরহাদাবাদ, কদল তালুকদার বাড়ী, ঝংকার, ফটিকছড়ি, চট্টগ্রাম-কে আটক করা হয়।

অবৈধভাবে বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জ স্টেশন স্থাপন করছিলেন তারা। এসময় বিদ্যুৎ আইন, ২০১০ এর ৩৯(ক) ধারা অনুযায়ী প্রত্যেককে ২০ (বিশ হাজার) টাকা করে ০৪ জন আসামীকে সর্বমোট ৮০ (আশি হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এসব অবৈধ সংযোগ প্রদানের সাথে জড়িত কর্মচারী এবং সংশ্লিষ্ট মিটার রিডারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বলা হয়েছে। সারা উপজেলা জুড়ে সকল প্রকার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য প্রদানের অনুরোধ জানান তিনি।

অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এবং পল্লী বিদ্যুৎ এর প্রতিনিধিগণ। উল্লেখিত প্রতিষ্ঠানে সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে খবর বাংলাকে জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours