সুন্দরবন থেকে হরিণের মাংসসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ।
গতকাল (১৭ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর শুটকিপল্লী সংলগ্ন নাড়িকেলবাড়িয়ার চর থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে সাড়ে চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
আজ (১৮ জানুয়ারি) সকালে আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করা হবে।
আটককৃতরা হচ্ছেন- খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাঠি গ্রামের আহসান আলী খানের ছেলে সাফায়েত খান, হরিঢালি গ্রামের জরিব গাজীর ছেলে হোসেন আলী গাজী, কড়ইখালী গ্রামের আঃ গফুর গাজীর ছেলে রনোকুল গাজী এবং নোয়াকাঠি গ্রামের সোহরাব গোলদারের ছেলে খলিলুর রহমান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, আটককৃত জেলেরা বৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অসাধু জেলেদের আটক করা হয়।
+ There are no comments
Add yours