চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভূজপুরে নাছরিন আক্তার নামে এক গৃহবধূ ৪ পা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম দিয়েছেন।
গতকাল (১৭ জানুয়ারি) ভোররাতে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ শিশুর জন্ম দেন তিনি।
ওই গৃহবধূ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউপির ২নং ওয়ার্ডস্থ হাতির খেদা এলাকার মো. সাইদুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে গৃহবধূ নাছরিন আক্তার (১৮) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে মঙ্গলবার ভোর ৫ টার দিকে হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডা. মারিয়া কিবতিয়ার তত্ত্বাবধানে ৪ পা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়।
শিশুটির ৪ পায়ের মধ্যে ২টি পা ক্লাব ফুট (মুগর পা) এবং বাকি ২ টি পা অস্বাভাবিক এবং মেরুদন্ড মেনিগোসিল। শিশুটির ওজন ২ কেজি ৮’শ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ্য হলেও শিশুর হালকা শ্বাস কষ্ট রয়েছে বলে জানান তারা।
ওই গৃহবধূর স্বামী সাইদুল ইসলাম বলেন, ‘২০২০ সালের ১১ মার্চ আমাদের একই গ্রামের হানিফ কোম্পানির ছোট মেয়ে নাছরিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। একই বছর বিবাহের ৯ মাসের সময় একটি পুত্র সন্তানের জন্ম
+ There are no comments
Add yours