হোস্টেল থেকে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ২৪তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক মিনহাজ উল করীম ভূঁইয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশে একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া গেছে।
গতকাল (১৮ জানুয়ারি) রাতে অ্যাপ্রোন পরা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সহকর্মীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, মিনহাজ একা থাকতেন। দরকার না হলে কথা বলতেন না। অ্যাপ্রোন পরা অবস্থায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে ছাড়া আর কেউ দায়ী না।’
ওসি আরও জানান, মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
+ There are no comments
Add yours