দেড় লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ

Estimated read time 1 min read
Ad1

করোনা মহামারির পর এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই বিশেষ বর্ধিত সভা শেষে ১০০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে দেশব্যাপী যুবলীগের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

গত ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা শেষে চট্টগ্রামের সিআরপি চত্বরে যুবলীগের পক্ষ থেকে ১০০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৫, ১৬ ও ১৭ জানুয়ারিতে যুবলীগের সাত সদস্য বিশিষ্ট সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নেতৃত্বে উত্তরবঙ্গের দিনাজপুরে ৪ হাজার, পঞ্চগড়ে ২ হাজার, নীলফামারীতে ২ হাজার এবং ঠাকুরগাঁওয়ে ৪ হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিভিন্ন জেলা ও মহানগর যুবলীগের কম্বল বিতরণের তালিকা : টাঙ্গাইল জেলা ৫০০টি, মানিকগঞ্জ জেলা ১০০০টি, গাজীপুর জেলা ৫০০০টি, কেন্দ্রীয় যুবলীগ ২৩৬০০টি, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ১১০০০টি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ১৫০০টি, পঞ্চগড় জেলা ৫০০টি, লালমনিরহাট জেলা ২০০টি, দিনাজপুর জেলা ৪০০০টি, কুড়িগ্রাম জেলা ১২০০টি, নীলফামারী জেলা ১০০০টি, ঠাকুরগাঁও জেলা ৮০০০টি, মেহেরপুর জেলা ৫৫০০টি, মাগুরা জেলা ২০০০টি, ঝিনাইদহ জেলা ৫০০টি, চুয়াডাঙ্গা জেলা ১০০০টি, ফরিদপুর জেলা ১০০০টি, মাদারীপুর ৪০০টি, ঢাকা জেলা ১১০০টি, নারায়ণগঞ্জ জেলা ৭০০টি, গাইবান্ধা জেলা ২০০০টি, নাটোর জেলা ৫০০০টি, পাবনা জেলা ৮০০০টি, নেত্রকোণা জেলা ১৫০০টি, শেরপুর জেলা ২০০টি, পটুয়াখাীল জেলা ৫০০০টি, কুমিল্লা উত্তর জেলা ১৫০০টি, বগুড়া জেলা ৯৭০০টি, জয়পুরহাট জেলা ৫০০টি, নওগাঁ জেলা ১০০০টি, খুলনা মহানগর ২০০০টি, যশোর জেলা ৮০০০টি, কুষ্টিয়া জেলা ৪০০০টি, গাজীপুর মহানগর ২৫০০টি, ময়মনসিংহ জেলা ১৬০০টি, ময়মনসিংহ মহানগর ৫০০টি, জামালপুর জেলা ৩০০টি, কুমিল্লা মহানগর ২৫৬০টি, কুমিল্লা দক্ষিণ জেলা ২০০০টি, লক্ষ্মীপুর জেলা ২৫৯০টি, ফেনী জেলা ১৫০০টি, নোয়াখালী জেলা ৪০০০টি, চট্টগ্রাম মহানগর ৪৫০০টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ১০০০টি, সুনামগঞ্জ জেলা ১৫০০টি ও মৌলভীবাজার জেলা ৭০০টিসহ মোট ১,৫৫,৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours