অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান গঠিয়ে নাজিরহাট পৌরসভা নির্বাচন এর তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাণিজ্যিক উপশহর নামে খ্যাত নাজিরহাট পৌীসভার আগমী ১৬ মার্চ নির্বাচনের তফসিল ঘোষনা করলেন নির্বাচন কমিশন। গত বৎসর নভেম্বর থেকে নির্বাচনের ঘোঅণা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়।
২০১৪ সালে ফটিকছড়ি উপজেলার ২য় পৌরসভা প্রতিষ্ঠিত হয়।২০১৮ সালের ২৯ মার্চ প্রথম নির্বাচন অনুষ্টিত হয় আগামী ৪ মে পাচঁ বছর মেয়দ শেষ হওয়ার কথা। সেই হিসাবে ৯০দিন পূর্বে নির্বাচন করার বাধ্যবাদকতা রয়েছে।
২৩ জানুয়ারী বিকেল পাচঁটায় নির্বাচন কমিশনের উপসচিব মোঃআতিয়ার রহমানে সাক্ষরিত চিটি ফটিকছড়ি উপজেলা নিরৃবাচন কর্মকর্তা বাবু উদয় অরুণ ত্রিপুরার নিকট এসে পৌছেছে। ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ১৯ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।২০ ফেব্রুয়ারী বাছাই।২৭ ফেব্রুয়ারী প্রত্যাহার।২৮ ফেব্রুয়ারী প্রথিক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহণ।
+ There are no comments
Add yours