আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হল ভক্তদের মিলন মেলা

Estimated read time 0 min read
Ad1

এশিয়া মহাদেশের পাকভারত উপমহাদেশের আধ্যত্নিক জগতের মহাপুরুষ বাংলাদেশের চট্রগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও প্রণপুরুষ হজতরাওয়া মুশকিল খোশা শাহ ছুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)১১৭ তম ওরশ শরীফ মাইজভান্ডার দরবার শরীফের মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

ওরশে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ছাড়া ভারত,পাকিস্তান, বার্মা,সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত কাতার,বাহরাইন,দুবাই আবুদাবিসহ বিভিন্ন দেশবিদেশ থেকে অনেক ভক্ত অনুরক্ত জাতি ধর্ম নির্ভিশেষ এতে অংশগ্রহণ করে সকালে কোরান তেলাওয়াত রওজাশরীফ গোসল, গিলাপ ছরানোসন নানান কর্মসূচি মধ্যদিয়ে শুরু হয়।

ফটিকছড়ি থানার পুলিশ প্রকাশন, ডি বি, ডি এস বি,ডিএফ বি,এন এস আই, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উপস্হি থেকে নানা সহায়তা করে থাকেন।রাত ১২টার সময় আনজুমানে গোছিয়া আহমদিয়া মোত্তবিয়ানে শাহ এমদাদিয়ার সজ্জাদনশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী দেশ জাতি ও সারা বিশ্বের শান্তিকামনা করে মুনাজাতের মধ্যদিয়ে ভক্তদের মিলনমেলা শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours