শনিবার সকাল ১০ থেকে দুপুর দুইটা পর্যন্ত দিনব্যাপী ডমুরুয়া ইউপির নলুয়া মিয়া বাড়ী জামে মসজিদে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নুর এ আলম চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন কাননের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মুফতি মাহবুবুর রহমান, মুকাররার পীর মুফতি মাওলানা নেছার উদ্দিন, মুফতি মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মোঃ হানিফ,কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম এ আউয়াল,মিয়া বাড়ীজামে মসজিদ সেক্রেটারী একে এম আবু শহীদ, সমাজসেবক আ’ লীগ নেতা আবুল হোসেন খোকন,স্হানীয় শাহ আলম,ইউপি সদস্য মনির হোসেন দুলাল প্রমূখ।
ঈমানের দৃশ্যমান দিক, কর্ম ও আচরণ,ঈমানকে শুধু জ্ঞান ও বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্ম- আচরণের মাধ্যমে এলাকাবাসীর পার্থিব শান্তি,নিরাপত্তা, কল্যাণ ও নাজাতের প্রয়াসে ইমাম সম্মেলনের আয়োজন করেন শিল্পপতি নুর এ আলম চৌধুরী ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদ।
সম্মেলনে ডমুরুয়া ইউপির শতাধিক মসজিদের ইমাম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি / সম্পাদক, সাংবাদিক,ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ তিন শতাধিক গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দুপুরে মধ্যাহ্নম্ন শেষে মুসলিম উম্মাহর ঐক্য শিরোনামে গ্রন্হটি সকলের নিকট তুলে দেন নুর এ আলম চৌধুরী।
উল্লেখ্য,নলুয়া মিয়া বাড়ীর সামনে শিল্পপতি নুর এ আলম চৌধুরীর অর্থায়নে প্রায় আট কোটি টাকা ব্যায়ে নির্মিত দৃষ্টি নন্দন মসজিদটি দেখতে ও নামাজ পড়তে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।
+ There are no comments
Add yours